মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিয়ানীবাজারে সেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, সন্দেহভাজন ব্যক্তির ফলাফল নেগেটিভ
বিয়ানীবাজারে সেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, সন্দেহভাজন ব্যক্তির ফলাফল নেগেটিভ
সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সন্দেহভাজন ব্যক্তির ফলাফল নেগেটিভ এসেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী আরো বলেন, গত শনিবার আমাদের একটি বিশেষ দল সন্দেহভাজন ওই ব্যক্তির কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করে। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে, সোমবার (৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা পৌরসভা ও উপজেলার দুইটি এলাকা থেকে তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ থাকতে পারে এমন সন্দেহ থেকে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে। তবে সেগুলোর নমুনা পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি জানিয়েছেন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে এমননি আবহওয়াজনিত রোগের প্রকোপ রয়েছে। জ্বর, সর্দি, গলা ব্যাথা ও কাশি তাকে এই সময়ে। একই উপসর্গ থাকে করোনা ভাইরাসবহনকারি মানুষের মাঝে। তবে যাদের মাঝে উপসর্গ রয়েছে তাদের নমুনা পরীক্ষা করলে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভাল হবে। এতে কোন ক্ষতি নেই, কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তিনি বলেন, জ্বর-সর্দি দেখা দিলে সবার উচিত নমুনা পরীক্ষা করানো। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আতংকিত না হয়ে যদি ঠান্ডাজনিত উপসর্গ থাকে তাহলে সবার উচিত ডাক্তারদের পরামর্শ নেয়া।
এদিকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড ও দুটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। তবে সেটি আপাতত রোগীশূন্য রয়েছে। আর আপদকালীন অবস্থা মোকাবেলার জন্য সেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।





আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন