শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবি’র টহল জোরদার, শংকায় স্থানীয়রা
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবি’র টহল জোরদার, শংকায় স্থানীয়রা
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া-টেকনাফে সীমান্তের ওপারে একদল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবরে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। কারণ এদের মধ্যে অনেকের করোনার জীবাণু থাকতে পারে। তবে এ খবরকে অনেকে ‘গুজব’ বলে মন্তব্য করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সীমান্তবর্তী এলাকাসমূহে এ খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টহল জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। একই সাথে পাশাপাশি পাড়ায় মহল্লায় মাইকিং করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের সীমান্তের ওপারে অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে রোহিঙ্গারা ফিরে গেছে বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্তে রোহিঙ্গা অবস্থানের খবর পাওয়ার সাথে সাথে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবে রোহিঙ্গাদের অবস্থানের দৃশ্য টহল দলের চোখে পড়েনি।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, সীমান্তে কিছু রোহিঙ্গা অবস্থানের বিষয়টি শোনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে করোনা মহামারিতে নতুন করে কোন রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট ও গত ২৪ মার্চ প্রকাশিত খবর অনুযায়ী মিয়ানমারে প্রথম দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি নতুন করে ভাবিয়ে তুলেছে স্থানীয়দের।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩