শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ জন
রাজস্থলীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ জন
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় স্বাস্থ্যকমপ্লেক্সে এক ব্যক্তিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে।
আজ শুক্রবার ১০ এপ্রিল সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা।
ডাঃ কামাল বলেন, ঐ ব্যক্তি জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন।
ডাঃ কামালা জানান, আজ শুক্রবার সকালে ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।
এছাড়া গত ৮ এপ্রিল পাঠানো ২৪ জনের রক্তের নমুনার মধ্যে ৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। পাওয়া ৮ জনের সকলের রিপোর্ট নেগেটিভ। আরও ১৬ জনের রিপোর্ট বাকী আছেন বলে ডাক্তার যোগ করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন