সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মাথায় মাটি নিয়ে বেড়িবাঁধের কাজে ইউপি চেয়ারম্যান
মাথায় মাটি নিয়ে বেড়িবাঁধের কাজে ইউপি চেয়ারম্যান
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদারের আহবানে সাড়া দিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারন ও দলীয় নেতাকর্মীরা নির্মাণ করছে বেড়িবাঁধ। গতকাল ৭ জুন রবিবার স্বেচ্ছাশ্রমে সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত হাজারো মানুষ মাটি কেটে বাঁধ নির্মাণ কাজ শুরু করে। এর আগে সর্তা খান খনন করে মাটি উত্তোলন ও বাঁধ নির্মান কাজের উদ্বোধন করেন লায়ন সরোয়ার্দী সিকদার। জানা যায়, বিগত প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত সর্তাখালের ভাঙ্গনে মিলন মাষ্টারের ঘাটা এলাকায় বাঁধ ভেঙে পানির নিচে তলিয়ে যায় অনেক বাড়ি ঘর। আসন্ন বর্ষায় টানা বৃষ্টিপাত হলে, ভাঙ্গন দিয়ে পানি প্রবাহিত হয়ে মৃত্যু ঝুঁকিসহ ঘর বাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষের জীবণ ও বসত বাড়ী রক্ষায় এক মহৎ উদ্যােগ নিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। সরকারী বরাদ্দের দিকে চেয়ে না থেকে মানবিক দৃষ্টিকোন থেকে ভাঙ্গনরোধে বাধঁ নির্মান শুরু করে। এই মহতী উদ্যাগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাশ্রমে হাজারো জনসাধারণ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার জানান, নোয়াজিষপুরের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে। যারা বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছেন তারা ইতিহাসের অংশ হিসেবে পরিগনিত হবে। আমি নিজেও সারাদিন খাল থেকে মাটি বহন করে বাঁধ নির্মাণে সহযোগীতা করছি। এটা আমার কাছে পরিশ্রম মনে হয়নি। বরং আমার কাছে আনন্দ মনে হয়েছে। এই বাঁধ নির্মাণে যতদিন লাগবে ততদিন সবাই কাঁদে কাঁদ মিলিয়ে বাঁধ নির্মাণ শেষ করবো।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন