বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » ৬ দফা দাবী বাস্তবায়নে কাল দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
৬ দফা দাবী বাস্তবায়নে কাল দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
ঢাকা :: ধনী তোষণের বাজেট নয়, দুর্যোগ উত্তরণের বাজেট দাও এবং করোনা মহামারী থেকে মানুষ বাঁচাও- দেশ বাঁচাও এই দাবীসহ জরুরী ৬ দফা দাবী বাস্তবায়নে আগামীকাল ২৫ জুন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত করবে। ঢাকায় বেলা ১১.৩০ এ সচিবালয়ের সম্মুখে এবং জেলায় ডিসি কার্যালয় ও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচি পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
পার্টির ৬ দফা আশু দাবি নিন্মরূপ :
১. ধনীতোষণের বাজেট নয়, দুর্যোগ উত্তরণের বাজেট দাও।
২. করোনা মহামারী থেকে মানুষ বাঁচাও- দেশ বাঁচা। বিনা চিকিৎসায় আর কোন মানুষের মৃত্যু নয়।
৩. করোনা আক্রান্ত প্রত্যেকের পরীক্ষা ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে বহন করা। অনতিবিলম্বে চিকিৎসায় অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করা।
৪. করোনার হটস্পট লকডাউন ও জোন নিয়ে দড়ি টানাটানি বন্ধ করে কার্যকরি লকডাউন বলবত করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
৫. দেশের আট কোটি শ্রমজীবী- মেহনতি মানুষের কাছে আগামী ৬ মাস প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থ পৌঁছানো নিশ্চিত করা।
৬. দুর্যোগ উত্তরণে স্বাস্থ্য চিকিৎসা এবং কৃষি ও গ্রামীণ খাতে সর্বোচ্চ মনোযোগ ও বরাদ্দ নিশ্চিত করা।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে আগামীকালের কর্মসূচি সফল করত সবার প্রতি আহ্বান জানিয়েছেন।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা