মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংগালহালিয়ায় মাস্ক ব্যবহারে সতর্কতা নাই
বাংগালহালিয়ায় মাস্ক ব্যবহারে সতর্কতা নাই
রাজস্থলী প্রতিনিধি :: রাজস্থলী উপজেলাতে বাংগালহালিয়া স্থানীয়রা প্রায় অধিকাংশ লোকের মাস্ক ব্যবহারে সচেতনতা নাই ও ঠিক মত মাস্ক পরিধান করতে দেখা যায় না। গত ২৭ জুন শনিবার সকালে এলাকায় বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংগালহালিয়া হাঁটবাজার অধিকাংশ সাধারন জনগন নিত্য পণ্য ক্রয় করতে আসা ব্যক্তিদের মাঝে ও মাস্ক পরিহিত অবস্থা দেখা যায় না। অন্যদিকে কিছু কিছু খুঁচরা দোকানদানরা সঠিকভাবে ভাইরাস হতে প্রতিরোধের জন্য মুখে মাস্ক ব্যবহার না করে অনেকে মাস্ক শুধুমাত্র মুখে ঝুলিয়ে রেখে বিভিন্ন নিত্য পণ্য বিক্রি করছে। অধিকাংশ দোকানে সামাজিক দুরত্ব বজায় না রেখে বিভিন্ন সামগ্রিক বেঁচা কেনা করছে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি অধিক বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় কয়েকজন প্রতিবেদককে জানান, এভাবে দীর্ঘদিন মাস্ক ব্যবহার ছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে দোকানদারা বেঁচা কেনা করলে ও সাধারন মানুষ বিভিন্ন প্রান্তে ঘুরা ফেরা করলে সতর্ক স্বাস্থ্যবিধি মেনে না চললে যেকোন মুর্হুতে এলাকায় মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। উল্লেখ্য কিছু কিছু খুঁচরা ব্যবসায়ীরা এই মহামারী সুযোগে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র চড়া দামে বিক্রি করছে বলে জানা যায়। অন্যদিকে স্থানীয় প্রশাসন নির্দেশ দিলেন প্রতিটি মুদি দোকানে দৈনন্দিন দ্রব্য মূল্যে চার্ট তালিকা বাইরে টাঙানো রাখানো জন্য বলা হলে ও তেমন মুদি চার্ট দোকানে চোখে পড়েনা। এক খুঁচরা মুদি দোকানদার ব্যবসায়ী প্রতিবেদককে জানান,মাঝে মধ্যে মন চাইলে দৈনন্দিন দ্রব্য মূল্যে চার্ট তালিকা টাঙানো বাইরে রাখি আবার মন না চাইলে ভেতরে না দেখার জায়গা রাখছি।





এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ
কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু