বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » মরে ভেসে উঠলো পুকুরের মাছ : দিশেহারা চাষিরা
মরে ভেসে উঠলো পুকুরের মাছ : দিশেহারা চাষিরা
![]()
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন এলাকায় পুকুরের মাছ অজ্ঞাত রোগে মরে ভেসে উঠছে। পুকুরে চাষকৃত মাছ মরে যাওয়ায় মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। একদিকে বন্যায় পুকুর ডুবে মাছ ভেসে যাওয়া অপরদিকে পুকুরে মাছ মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষিরা।
জানা যায়, উপজেলার শাহাগোলা এলাকার বেশ কিছু পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে মাছচাষিরা হতাশ হয়ে পড়েন। এসব মাছ চাষিদের অনেকেই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ করছেন। এমনিতেই এবারের বন্যায় অনেকের পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় তারা চরম লোকসানের শিকার হন। এদিকে হঠাৎ করে পুকুরে অজ্ঞাত রোগে মাছ মরে যাওয়ায় তারা আরও বিপাকে পড়েন। সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা গ্রামের আব্দুল মতিন, মজনু সরদার, সালমান সোহেল, আবু বক্কর ছিদ্দিক ও আনিছুর রহমান জান্টুসহ অনেকের পুকুরে মাছ মরে ভেসে উঠছে। তারা জানেন না কি রোগে মাছ মারা যাচ্ছে। ফলে এর প্রতিকারে কার্যকর কোন ওষুধও প্রয়োগ করতে পারছেন না।
মাছচাষি সালমান সোহেল বলেন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মাছচাষ শুরু করি। যেহেতু নিজের পুকুর নেই তাই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ শুরু করি। হঠাৎ পুকুরে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। আশপাশের লোকজনের নিকট জানতে পারি আরও অনেকের পুকুরেই এভাবে মাছ মরে ভেসে উঠছে। পুকুরে আকষ্কিকভাবে মাছ মরে যাওায় আর্থিক স্বাবলম্বীতো দূরের কথা পুঁজি ধরে রাখতে পারবো কি না তা নিয়ে শঙ্কিত রয়েছি।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, শাহাগোলাতে এভাবে মাছ মরে যাচ্ছে তা আমাকে কেউ জানায়নি। বন্যা পরবর্তী সময়ে এভাবে পুকুরে মাছ মরতেই পারে। যেহেতু বাইরের অনেক নোংরা পানি পুকুরে ঢুকে যায়। যা মাছের জন্য উপযোগী নয়। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই এর জন্য প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করলে আর মাছ মরবে না।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান