রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য, ৩নং অলংকারী ইউনিয়নের ফরহাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার ১৬ আগষ্ট বাদ যোহর ফরহাদপুর জামে মসজিদে প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা এসিল্যান্ড কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, বিশ্বনাথ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কামান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. ওয়াহিদ আলী, সাবেক কামান্ডার তৈয়ব আলী, সাবেক ডিপুটি কামান্ডার আজিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধ আছরম মিয়া, বীর মুক্তিযুদ্ধা মরতুজ আলী, ৩নং অলংকারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান শায়েক, সাংবাদিক মো. আজমল আলী, রেজা রুবেল প্রমুখ।
উল্লেখ্য; বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো