সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বামজোটের ঘেরাও মিছিলে পুলিশী হামলায় বিপ্রবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বামজোটের ঘেরাও মিছিলে পুলিশী হামলায় বিপ্রবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৫ অক্টোম্বর সোমবার এক বিবৃতিতে বন্ধ রাষ্ট্রায়াত্ত্ব পাটকল আধুনীকিকরণ করে চালুর দাবীতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের ঘেরাও মিছিলে পুলিশী বাঁধা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন দমন নিপীড়ন চালিয়ে প্টাশিল্প ও পাটকল শ্রমিকদের বাঁচার নায্য দাবি নস্যাৎ করা যাবে না। তিনি বলেন ঘেরাও মিছিলে পুলিশী হামলায় জোটনেতা জোনায়েদ সোকিসহ বাম জোটের নেতাকর্মীদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টি সংগঠক মোহাম্মদ আলী ও আবু কায়সার আহত হয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ঘেরাও মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরাও পুলিশী হেনস্তার শিকার হয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পুুলিশী হামলা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, অতীতে পুলিশী দমন-নির্যাতন করে শেষ রক্ষা করতে পারবে না। তিনি দমন পীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ঘেরাও মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪ টায় বাম জোটের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।





দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে