বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু
কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু
রাঙামাটি :: রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোর মৃত্যু হয়েছে। আজ ১১ নভেম্বর বুধবার সকালে রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার কেরানী পাহাড়ে খেলতে গিয়ে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় । পরে স্থানীয় ডুবুরী ফায়ার সার্ভিসের কর্মীরা রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.শওকত আকবর মৃত্যু ঘোষনা করেন।
রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক হাজী মুহাম্মদ সুবেদার ইসলামের বড় ছেলে আদনান নুর (১৫) ও ঝুম নিয়ন্ত্রন বন বিভাগের সৈয়দ লেয়াকত আলীর ছেলে সৈয়দ মুস্তাহিদ মাহমুদ অংকন(১৫)। দুই পরিবারে অনুমতি নিয়ে ময়না তদন্ত না করার জন্য সদর হাসপাতালের চিকিৎসকের কাছে অনুরোধ করেন জনপ্রতিনিধি রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন।
এই সময় রাঙামাটি হাসপাতালে জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর আরিফুর রহমান সংশ্লিষ্ট সবাইকে সমবেদন জানিয়ে সান্তনা দিয়েছেন। বন সংরক্ষক হাজী সুবেদার ইসলাম সব ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় হাসপাতালে মৃত্যু দুই কিশোর মায়ের কান্নায় চিৎকার আকাশ ভারী হয়ে উঠেছে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়