বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » পর্যটন » বান্দরবানে পর্যটকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশনা জারী
বান্দরবানে পর্যটকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশনা জারী

বান্দরবান প্রতিনিধি :: নিরাপত্তার কারণে পার্বত্য জেলা বান্দরবানের থানছিতে পর্যটকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশনা জারী করেছে প্রশাসন। এখন থেকে পর্যটকদের নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করে দুর্গম এলাকাগুলো ভ্রমণ করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার সকালে স্থানীয় প্রশাসন থেকে এই নির্দেশনা জারী করা হয়।
থানছি উপজেলার সাংঙ্গু রিজার্ভ এলাকা, বড় মদক, নাফা খুম, রেমাক্রী, তিন্দুর বড় পাথর এলাকা, ওমিও খুমসহ বিভিন্ন স্থানে পর্যটকদের ভ্রমণে সতর্কতা জারী করা হয়েছে।
বুধবার সকালে রেমাক্রী এলাকা থেকে ২০ জন পর্যটকের দলকে নিরাপত্তার কারণে থানছি উপজেলা সদরে পাঠিয়ে দেয়া হয়।
বান্দরবানের বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল অলিউর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, পর্যটকরা নিরাপত্তা বাহিনীকে না জানিয়েছে দুর্গম এলাকায় ভ্রমণে যাচ্ছে। এতে করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া সাংঙ্গু নদীতে স্রোতে বৃদ্ধি ও বন্যহাতির আক্রমনের আশঙ্কায় দুর্গম এলাকাগুলোতে পর্যটকদের যাতায়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে তারা জানান।
এদিকে থানছি পর্যটক গাইড টুর সমিতির সভাপতি পাতেং বম জানান, পুলিশ ও বিজিবির ক্যাম্পগুলোতে পর্যটকদের নাম অন্তর্ভুক্ত করার পর তাদের ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে। নিরাপত্তার কারণে সাংঙ্গু রিজার্ভ এলাকায় কোনো পর্যটকদের যেতে দেয়া হচ্ছেনা। এ ছাড়া সাংঙ্গু নদীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য ২৬ আগস্ট বান্দরবানের থানছি উপজেলার বড় মদক এলাকায় বিজিবির একটি টহল দলের উপর মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মির সদস্যরা হামলা করে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়। এ ছাড়া বড় পাথর এলাকায় নৌকা ডুবিতে এক বিজিবি সদস্য মারা যায়। এরপর থেকে নিরাপত্তা বাহিনী মায়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করে। সন্ত্রাসী তৎপরতা বন্ধে সীমান্তে অভিযানও চালায় নিরাপত্তা বাহিনী। আপলোড : ১ অক্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.১৭ মিঃ





পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো
মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু