বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক বিরোধীদের কন্ঠরোধ করতেই সভা-সমাবেশে পুলিশী বিধি নিষেধ : সাইফুল হক
রাজনৈতিক বিরোধীদের কন্ঠরোধ করতেই সভা-সমাবেশে পুলিশী বিধি নিষেধ : সাইফুল হক
ঢাকা ::বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পূর্ব অনুমতি ছাড়া ঢাকা মহানগরের সভা-সমাবেশের উপর পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান এবং বলেন, পুলিশী এই নিষেধাজ্ঞা নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল। তিনি বলেন, জনশৃঙ্খলার যে অজুহাতে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পুরোপুরি অযৌক্তিক। এই নিষেধাজ্ঞা বজ্র আটুনি ফস্কা গেরোর মত। করোনার মধ্যে দায়দায়িত্বহীনভাবে সবকিছু খুলে দিয়ে এখন সভা-সমাবেশে বিধিনিষেধ বিরোধী কন্ঠ দমনে সরকারের স্বৈরতান্ত্রিক তৎপরতারই অংশ। এই ধরনের বিধি নিষেধ দেশকে ক্রমান্বয়ে আরো শক্তপোক্তভাবে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকারি দল তাদের সহযোগি সংগঠন এবং সমর্থকদের সভা-সমাবেশের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয় না। অথচ বিরোধী দলকে অসংখ্য শর্তে সভা-সমাবেশ-মিছিল করতে হয়। পুলিশ যে সীমা বেধে দেয় তার মধ্যেই তাদেরকে থাকতে বলা হয়। এইভাবে একদেশে দুই ধারা, দুই আইন চালু রয়েছে। এটা চলতে পারে না। তিনি বলেন, পুলিশ এখন রাজনীতির সীমানা ঠিক করে দিচ্ছে। সরকার ও সরকারি দলকে খুশী রাখতে বিরোধীদের দমনে তারা যখন তখন বল প্রয়োগ করে চলেছে। পুলিশী বাড়াবাড়ি ও নির্যাতন-নিপীড়নের কারণে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর পুলিশী বিধিনিষেধ অনতিবিলম্বে প্রত্যাহার করে নাগরিকদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।





আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু