রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » দিরাইগামী বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
দিরাইগামী বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
সিলেট প্রতিনিধি :: দিরাইয়ে বাসে একা পেয়ে কলেজ ছাত্রীকে ড্রাইভার ও হেলপাদের ধর্ষণের চেষ্টার প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে রবিবার ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী কামরুল আনাম চৌধুরী, সহ সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এম. এ. মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারী মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব প্রমুখ।
দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে। এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। এ ধরনের অপরাধ সর্বোচ্চ শাস্তি ফাঁসির যোগ্য অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
ইউরোপে যাওয়ার পথে মারা গেলেন সিলেটের জামিল
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের জামিল আহমদ (৩৮) এর স্বপ্ন ছিলো ইউরোপে যাওয়া। স্বপ্ন পুরনে ইউরোপে যাওয়ার পথে মারা গেলেন তিনি।
নিহত জামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে। রবিবার ২৭ ডিসেম্বর রবিবার সকালে জামিল আহমদের পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানায় খবর প্রদানকারিরা।
জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে আমার ভাই জামিল আহমদের মৃত্যু হয়। যেখান থেকে সকালে মৃত্যুর খবরটি আমাদের জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ৩/৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে বাইরোডে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়।





শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা