সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
ঢাকা :: গত ২৬ ডিসেম্বর রাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সমাপ্ত বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে আনছার আলী দুলালকে সভাপতি ও সিকদার হারুনর রশীদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ : আনছার আলী দুলাল- সভাপতি, আবু লাহাব নাইমুদ্দীন- সহ সভাপতি, সিকদার হারুনর রশীদ মাহমুদ- সাধারণ সম্পাদক, ফিরোজ আহমেদ- সহ সাধারণ সম্পাদক, নির্মল বড়ুয়া মিলন- সাংগঠনিক সম্পাদক , সাহাদাৎ হোসেন খোকন- প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রশান্ত দেব ছানা- স্বেচ্ছাসেবক সম্পাদক, খায়রুল বাসার হিরন- সাংস্কৃতিক সম্পাদক, শাহাদাৎ হোসেন শান্ত- অর্থ সম্পাদক, সদস্য হচ্ছেন, সাইফুল হক, আকবর খান, সোলায়মান হোসেন মোল্লা, খলিলুর রহমান, শেখ আফাজউদ্দী, শেখ হালিমা বেগ, আসমা বেগম, সাইফুদ্দীন খান, জসিম উদ্দীন রারী ও রাশেদুল ইসলাম। ৬ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
গত শনিবার কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের ঘোষণা, কর্মসূচি ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় কাউন্সিলে কৃষক আন্দোলনের ১৬ দফা আশু দাবিনামা গ্রহণ করা হয়। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে গৃহীত প্রস্তাবে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান