সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ভরা মৌসুমে চালের লাগামহীন মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই
ভরা মৌসুমে চালের লাগামহীন মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে চালের দামের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে চাতালের মালিক ও চালের বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ধান-চালের এই ভরা মৌসুমে আকস্মিকভাবে চালের মূল্যবৃদ্ধির কোন কারন নেই। সরকারের দুর্বলতা ও অকার্যকরি বাজার মনিটরিং ব্যবস্থার সুযোগ চাল ব্যবসার সাথে যুক্ত অসৎ ও মুনাফালোভী সিণ্ডিকেটসমূহ কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে; জনগণকে রীতিমত তারা জিম্মি করে ফেলেছে। সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছে স্বল্প আয়ের গরীব মানুষ। এর মধ্যে তারা মোটা চালের দাম ৪৮ শতাংশ, মাঝারি ২৩ শতাংশ এবং এবং চিকন চালের দাম ২০ শতাংশের উপর বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির এই বেপরোয়া ধারা এখনও অব্যাহত রয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেরীতে ধান-চাল ক্রয়ে সরকারী উদ্যোগ শুরু করায় এবং প্রয়োজনের তুলনায় সংগ্রহ অনেক কম থাকায় অসৎ আড়তদার, ব্যবসায়ী ও চাতালের মালিকেরা এই সুযোগ গ্রহণ করছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিসয়ে আসতে সরকারি তৎপরতাকে বিলম্বিত ও অপ্রতুল হিসাবে আখ্যায়িত করেন। তিনি অনতিবিলম্বে সরকারি সংগ্রহ অভিযান বৃদ্ধি করে খোদ উৎপাদক চাষীদের কাছ থেকে ধান কেনার দাবি জানান।
বিবৃতিতে তিনি পরিস্থিতি মোকাবেলায় টিসিবির তৎপরতা বৃদ্ধি, গ্রাম শহরের শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি অসৎ ব্যবসায়ীদের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে চালসহ ৮টি জরুরী খাদ্যপণ্যের উৎপাদন, বিপণন ও বন্টন ব্যবস্থায় সরকারের বর্ধিত ভূমিকা গ্রহণের আহ্বান জানান।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান