সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ভরা মৌসুমে চালের লাগামহীন মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই
ভরা মৌসুমে চালের লাগামহীন মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে চালের দামের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে চাতালের মালিক ও চালের বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ধান-চালের এই ভরা মৌসুমে আকস্মিকভাবে চালের মূল্যবৃদ্ধির কোন কারন নেই। সরকারের দুর্বলতা ও অকার্যকরি বাজার মনিটরিং ব্যবস্থার সুযোগ চাল ব্যবসার সাথে যুক্ত অসৎ ও মুনাফালোভী সিণ্ডিকেটসমূহ কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে; জনগণকে রীতিমত তারা জিম্মি করে ফেলেছে। সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছে স্বল্প আয়ের গরীব মানুষ। এর মধ্যে তারা মোটা চালের দাম ৪৮ শতাংশ, মাঝারি ২৩ শতাংশ এবং এবং চিকন চালের দাম ২০ শতাংশের উপর বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির এই বেপরোয়া ধারা এখনও অব্যাহত রয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেরীতে ধান-চাল ক্রয়ে সরকারী উদ্যোগ শুরু করায় এবং প্রয়োজনের তুলনায় সংগ্রহ অনেক কম থাকায় অসৎ আড়তদার, ব্যবসায়ী ও চাতালের মালিকেরা এই সুযোগ গ্রহণ করছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিসয়ে আসতে সরকারি তৎপরতাকে বিলম্বিত ও অপ্রতুল হিসাবে আখ্যায়িত করেন। তিনি অনতিবিলম্বে সরকারি সংগ্রহ অভিযান বৃদ্ধি করে খোদ উৎপাদক চাষীদের কাছ থেকে ধান কেনার দাবি জানান।
বিবৃতিতে তিনি পরিস্থিতি মোকাবেলায় টিসিবির তৎপরতা বৃদ্ধি, গ্রাম শহরের শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি অসৎ ব্যবসায়ীদের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে চালসহ ৮টি জরুরী খাদ্যপণ্যের উৎপাদন, বিপণন ও বন্টন ব্যবস্থায় সরকারের বর্ধিত ভূমিকা গ্রহণের আহ্বান জানান।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন