রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিণ্ডিকেটদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন
ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিণ্ডিকেটদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন
ঢাকা :: বাংলাদেশের খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক এবং সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে চালের দামের ধারাবাহিক উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এই ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কোন ধরনের যৌক্তিক কারণ নেই। সামান্য যেটুকু ঘাটতির কথা বলা হচ্ছে তার জন্য চাল আমদানী করা হচ্ছে। এই অবস্থায় দফায় দফায় মোটা চালসহ প্রায় সকল ধরনের চালের দাম বৃদ্ধিতে খেতমজুর ভূমিহীনসহ শ্রমজীবী মেহনতি মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা উল্লেখ করেন একদিকে মুনাফাখোর অসৎ বাজার সিণ্ডিকেটসমূহ আর অন্যদিকে চাতালের মালিকদের কারসাজিতে লাগামহীনভাবে চালের দাম বাড়ানো হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণের সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এ কারণে অসৎ ব্যবসায়ী চুড়ান্ত স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে
একই সাথে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গ্রামের গরীব ও স্বল্প আয়ের মানুষদের জন্য চালু করা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচীসহ দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে অনেকটাই ব্যর্থতায় পর্যবশীত হয়েছে। বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাথা, ভিজিবি ও ভিজিএফ কর্মসূচিসহ গ্রামীণ গরীবদের জন্য নেওয়া প্রায় সকল প্রকল্পই দুর্নীতির কারণে অনেকটাই অকার্যকরী হয়ে পড়েছে। খোদ রকারী প্রতিবেদনেই এইসব প্রকল্পের দুর্নীতি, স্বজনপ্রীতির বিস্ময়কর সব তথ্য বেরিয়ে এসেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন মুজিববর্ষে সরকারি উদ্যোগে যে ৭০ হাজার গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার কথা বলা হয়েছে তাতেও অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের গুরুতর সব অভযোগ উত্থাপিত হয়েছে। এই কারণে প্রকৃত আশ্রয়হীন ও ভূমিহীনরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
নেতৃবৃন্দ খেতমজুর, ভূমিহীন ও গরীবদের জন্য নেওয়া এইসব প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
একই সাথে দ্রুত চালের দাম কমানোসহ বাজার সিণ্ডিকেট নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর