সোমবার ● ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ২দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন
রাজস্থলীতে ২দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন
চাইথোয়াইমং মারমা ,রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুর্বণ জয়ন্তী উপলক্ষ্যে “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের উত্তরনে রাজস্থলীতে উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। গত শনিবার ২৭ মার্চ শুরু সকাল ১১.৩০ ঘটিকার দিকে রাজস্থলী উপজেলা হল রুমে ২ দিনব্যাপী এ মেলা উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতি নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । ২ দিনব্যাপী মেলা উদ্ভোধনকালে প্রধান অতিথি বলেন, ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের গৌরব এক ঐতিহাসিক ঘটনা।
এ ধারাবাহিক অব্যাহত থাকলে আমরা আরও উন্নত সমৃদ্ধি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব এবং সারা বিশ্বের সুনামের সাথে ছড়িয়ে পড়ছে। উদ্ভোধনের পরপরই অংশগ্রহনকারী বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথিগণ। এর আগে উপজেলা প্রশাসন সকল বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা