বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সে দেশের ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা। জরুরি ভিত্তিতে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হলেও কতদিন এই নিষেধাজ্ঞা থাকবে সে বিষয়ে জানানো হয়নি। এই নির্দেশের ফলে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পাকিস্তান, বা তাদের দেশের কোনও ক্লাব।
বহুদিন ধরেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে তাতে কাজ হয়নি। পরিস্থিতি আরও ঘোরাল হয় একদল বিক্ষোভকারী পিএফএফের কার্যালয়ের দখল নেওয়ার পর। ফিফার তৈরি করে দেওয়া কমিটিকেও অগ্রাহ্য করে তারা।
ফিফার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘সম্প্রতি পিএফএফের সদর দপ্তরের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের হাতে চলে গিয়েছে। এর আগেও পাকিস্তানকে চিঠি দিয়ে সাবধান করা হয়েছিল। আপাতত যতক্ষণ পর্যন্ত ফিফা নিযুক্ত কমিটির প্রধান হারুন মালিকের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’’
তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন সমস্যায় পড়েছে পাকিস্তান। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস