বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » নমুনা শষ্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান
নমুনা শষ্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::নবীগঞ্জে উপজেলার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও নমুনা শষ্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান । আজ ২১ এপ্রিল বুধবার দুপুরে তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় সংলগ্ন নবীগঞ্জের সীমান্তবর্তী মকার হাওড়ে ধানকাটার মেশিন দিয়ে ধানকাটা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন,অতরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুুুুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দদিন,জেলা কৃষি অফিসার মোঃ তমিজ উদ্দিন খান, নবীগঞ্জ সহকারী কমিশনার ভুমি সুুুুমাইয়া মমিন , উপজেলা কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম,কৃষি সম্প্রসারন অফিসার শৈলেন কুমার পাল,প্রেসক্লাব সভাপতি উত্তম কুুুুমার পাল হিমেল,সাধারন সম্পদক সেলিম তালুকদার,পিআইও ছাদু মিয়া,সদর ইউপি চেয়ারম্যার সাজু আহমদ চৌধুরী,ব্লক সুপারভাইজার মাহবুব আলমসহ অন্যান্য নের্তৃবৃন্দ। চলতি মৌসুমি নবীগঞ্জ উপজেলায় বোরো ফসল কর্তনের জন্য ২৮ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এ বছর মোট হাওড়ের ৫ হাজার ৫ শত ৬৫ হেক্টর এবং নন হাওড় ১২ হাজার ৭ শত ২০ হেক্টর আবাদ মিলে এতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৬ হাজার ৩ শত হেক্টর ফসল। এ পর্যন্ত হাওড়ের শতকরা ৫৪ ভাগ এবং হাওড় ছাড়া ৩.৭৭ ভাগ বোরাে ফসল কর্তন করা হয়েছে। তবে কাল বৈশাখী ঝড়ের পূর্বেই হাওড়ের সকল ফসল কর্তন করে ঘরে তোলার আহবান জানিয়েছেন প্রশাসনসহ কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়া তিনি উপজেলার জমি নাই ঘর নাই প্রকল্পের (২য় পর্যায়) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দুস্থ ভূমিহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,দীঘলবাক ইউনিয়নের হাওড় রক্ষাবাধঁ কাজ পরিদর্শন করেন।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান