মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » দুর্নীতিবাজ আমলা-কর্মকর্তারা আজ সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
দুর্নীতিবাজ আমলা-কর্মকর্তারা আজ সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা, শারীরিক-মানসিক নিপীড়ন, গ্রেফতার ও জামন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন অনুসন্ধিৎসু সাংবাদিকতা বন্ধে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ঢেকে রাখতেই রোজিনা ইসলামকে নিপীড়ন করে সাজানো হয়রানিমূলক মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ইতিপূর্বে প্রকাশিত রোজিনা ইসলাম কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত রিপোর্টসমূহে ক্ষুব্ধ হয়েই প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে নাজেহাল করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, রোজিনা ইসলামের গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সরকারের মধ্যকার একশ্রেণীর দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তারা মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে খড়গহস্ত। সুযোগ পেলেই তারা নানাভাবে সাংবাদিকদের হয়রানি করে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সত্য প্রকাশ আজ রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সাংবাদিকদের জীবনও হুমকির মধ্যে পড়েছে। নিবর্তনমূলক ডিটিজাল নিরাপত্তা আইন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে কঠিন ও ঝুকির মধ্যে ফেলে দিয়েছে।
তিনি অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেবার আহ্বান জানান। পাশাপাশি তাকে হেনস্তাকারী কর্মকর্তাদেরকে আইনের আওতায় নিয়ে আসারও আহ্বান জানান।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি