শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানের দুই উপজেলা’র চেয়ারম্যান বরখাস্ত
বান্দরবানের দুই উপজেলা’র চেয়ারম্যান বরখাস্ত

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার দুই আলোচিত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১২ সালে কক্সবাজারের রামুতে হামলার ঘটনায় দায়ের করা মামলা আদালতে গৃহীত হওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ও পৃথক মামলায় আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক পরিপত্রে দুই উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কার করে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দুই চেয়ারম্যানকে বরখাস্তের বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসারকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত পৃথক ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান বরখাস্তের বিষয়টি সন্ধ্যায় এক বার্তার মাধ্যমে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর সীমা বিহারসহ একাধিক বৌদ্ধবিহার ও বৌদ্ধ অনুসারীদের বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ লুটপাট করা হয়। এলাকাবাসীর অভিযোগ, আলোচিত এই ঘটনার নেপথ্য নায়ক ছিলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান জামায়েত নেতা তোফায়েল আহমদ।
অন্যদিকে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে আলীকদম আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ,বোমা হামলাসহ একাধিক মামলা থাকলেও কোন মামলায় তাকে বরখাস্ত করা হয়েছে তা জানা না গেলেও তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।
উল্লেখ্য সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর আলিকদম প্রতিনিধি এ বিষয়ে প্রেরিত সংবাদ বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।
আপলোড : ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২২মিঃ





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ