বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২
গাজীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে র্যাব-১ এর সদস্যরা বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করেছে ৷ গ্রেফতারকৃতরা হলো, মো. জহিরুল ইসলাম বিপ্লব (২২) ও মো. জয়নাল আবেদীন ময়নার ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিব (১৮)৷
র্যাব সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী থানার মনছুর আলী রোড (রফিকুল ইসলামের টিনশেড বাড়িতে) কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে ৷ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত স্থানে পৌঁছে অস্ত্রধারী সন্ত্রাসী মো. জহিরুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে ৷ তার স্বীকারোক্তিতে পশ্চিম আরিচপুর থেকে মো. জয়নাল আবেদীন ময়নার ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিবকে আটক করা হয় ৷ এসময় তার হেফাজত থেকে কাপড়ে মোড়ানো ১টি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয় ৷
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত টঙ্গী স্টেশন, পশ্চিম আরিচপুর ও এর আশ-পাশ এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজী, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে ৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪