বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী উপজেলা চেয়ারম্যানের মাতা করোনায় মৃত্যু
কাউখালী উপজেলা চেয়ারম্যানের মাতা করোনায় মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাতা করোনা কোভিড-১৯টি আক্রান্ত হয়ে আজ ১৬জুন বুধবার ভোর রাত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পারিবারিক সুত্রে জানান যায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহার মাতা হোসনে আরা বেগম (৮৩) স্বামী মরহুম নুরুল হক চৌধুরী গত বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগছিলেন পরে স্থানীয়ভাবে তার করোনা পরিক্ষা করা হলে তা নিশ্চিত হওয়া যায় তার করোনা রোগ হয়েছে এবং তার শাররীক অবস্থার অবনতি হলে গত ১২দিন পুর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছিল কিন্তু আজ ভোর রাত ৬টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ বুধবার যোহরের নামাজের পর বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার জানাজা শেষে বেতবুনিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাপন করাহয়।
মৃত্যুকালে তিনি ৫ মেয়ে,৩ ছেলে ও অসংখ্য নাতি নাতনি রেখে যান। তার বড় ছেলে মো. নজরুল ইসলাম চৌধুরী রাঙামাটি আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক, মেজ ছেলে মো. সামশু দোহা চৌধুরী বর্তমানে আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩য় ছেলে মো. খায়রুল বশর চৌধুরী (খোকন) একজন ব্যাবসায়ী বলে পারিবারিক সুত্রে জানা যায়।
মরহুমার মৃত্যুতে কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ হতে গভীর শোক জানান।





কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব