শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
রুমায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় দূর্গম মাংলুং পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে সেনাবাহিনীর জোনের এর পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩জুলাই) দুপুরে বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে রুমা জোন কমান্ডার আগুনে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারকে ১০ হাজার করে মোট ৪০হাজার টাকা প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- মেনথং ম্রোর ছেলে মেনলুং ম্রো (২৮), মেনপয় ম্রোর ছেলে সিংরাও ম্রো (৩২), পালে ম্রোর ছেলে লেংলুং ম্রো (২৯) ও নাথাং ম্রোর ছেলে মেনসা ম্রো (৩৫)।
এসময় প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৮কেজি আটা, ২লিটার তেল, ২কেজি লবন, ১কেজি ছোলা, ২কেজি মশুর ডাল, ১কেজি সুজি, ২টি সাবান, ১০প্যাকেট স্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রুমা উপজেলা পরিষদের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে দেয়া হয়।
রুমা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো. জুবায়ের শফিক (পিএসসি) বলেন, সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ধরণের দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রুমা জোন কমান্ডার।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা