রবিবার ● ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ আগুন, দোকান পুড়ে ছাই
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ আগুন, দোকান পুড়ে ছাই
মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় অগ্নিকান্ডে প্রায় তের লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
রবিবার ২২ আগসট দুপুর পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইয়ার ফাইটার সাদিকুর রহমান জানান, ষ্টেশন মার্কেটের রতন সাহার তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।





বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ