রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » কাল রাউজান আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ
কাল রাউজান আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

কামরুল ইসলাম বাবু : রাউজান :: (১৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৩.৫০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এর তৃতীয় সমাবর্তনে যোগ দিতে আসছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ। ১৪ মার্চ বেলা ২ঘটিকায় চুয়েট খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চুয়েট সহ সমগ্র রাউজান সেজেছে বর্ণিল সাজে। রাতে চুয়েট সৃষ্টি করেছে মনোমুদ্ধকর আলোক রশ্মি খেলা। রাউজানের প্রতিটি রোডে পাশ্বে গাছে লাগানো হয়েছে সাদা ও গোলাপি রং এর আভা। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে চুয়েটে তৈরী করা হয়েছে দুইটি হেলিপ্যাড। ইতিমধ্যে সমাবর্তন স্থল সহ রাউজানের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে তদারকী করছেন স্থানীয় সাংসদ এ.বি.এম. ফজলে করিম চৌধুরী।
সোমবার অনুষ্ঠিতব্য সমাবর্তনকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চুয়েট কর্তৃপক্ষ। চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চুয়েট সমাবর্তনে সভাপতিত্ব করতে সদয় সম্মতি জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চুয়েটের আচার্য মোঃ আবদুল হামিদ। ইতিমধ্যে দুইটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার তাতে সফলভাবে অবতরণ করেছে।
এছাড়া তিন হাজার অতিথির জন্যে চুয়েট খেলার মাঠে প্যান্ডেল তৈরিসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান বলেন ২০১২ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৬০৩ জনকে এবারের সমাবর্তনে ডিগ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবার স্নাতকে ১ হাজার ৫৬৪ জন, মাস্টার্সে ৩২ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চারজন এবং পিএইচডি ডিগ্রি পাচ্ছেন তিনজন। এর মধ্যে গোল্ড মেডেল পাবেন চারজন। সমাবর্তনে এবারই প্রথম পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ থেকে প্রকৌশল ডিগ্রি দেওয়া হবে। শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। মূল অনুষ্ঠান শেষে প্রাক্তন গ্রাজুয়েটদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বক্তব্য রাখবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সমাবর্তন মঞ্চে উপস্থিত থাকবেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. হজরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মোস্তাফা কামাল ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
চুয়েটের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। শহর থেকে ২৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন রাউজান উপজেলায় ১৭১ একর জমির ওপর ক্যাম্পাসটি অবস্থিত। শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধীন কলেজটি পরিচালিত হতো।
১৯৮৬ সালে দেশের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) রূপান্তর করলে চুয়েটও বিআইটিতে রূপান্তরিত হয়। সর্বশেষ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিআইটিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা