সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের ৪ কোটি টাকার রাস্তা উদাও
রাঙামাটি জেলা পরিষদের ৪ কোটি টাকার রাস্তা উদাও
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৪ কোটি টাকা বরাদ্দের দুটি রাস্তা বদলে দিয়েছে পাহাড়ীদের ভাগ্য।
অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রোনিকস মিডিয়া প্রকাশিত হওয়ার পর শুরু হয়েছে নানা গুঞ্জন ও প্রশ্ন।
অনুসন্ধানে জানাযায়, মূল রহস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিগত ২০১৯-২০২০ ইংরেজি সালে ১ নভেম্বর টেন্ডার বিজ্ঞাপন দেওয়া হয়।
(ক) নাম্বারে তালিকায় রাবার বাগান হতে পাইন্দং পাড়া, শশ্মান ঘাট যাত্রী ছাউনি হয়ে তরগুমুখ পাড়া পর্যন্ত (খ) নাম্বার তালিকা রয়েছে বালুমুড়া হতে কেচি পাড়া কমলছড়ি পাড়া পর্যন্ত পাঁকা রাস্তা নির্মান। দুটি রাস্তা প্রায় ২ কোটি করে ৪ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।
এ রাস্তা দুটি নির্মানের জন্য কাজ পায়, লিটন ইন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এর মালিক রফিকুল আলম লিটন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাবার বাগান হতে পাইন্দং পাড়া, শশ্মান ঘাট যাত্রী ছাউনি হয়ে তরগুমুখ পাড়া রাস্তা নির্মান বিন্দুমাত্র হয়নি। তরগুমুখ পাড়া বাসিন্দা ইসলামপুর বাজারে ফার্মেসীর মালিক ক্রইচিংমং মারমা বলেন, রাস্তা নির্মানের কাজ শুরু করার জন্য দামী মোটর সাইকেল নিয়ে অনেকজন লোক আসা-যাওয়া করছে জানি। কিন্তু এখনো কোথাও কাজ শুরু করেনি। পাইন্দং পাড়া প্রধান কারবারী মংচখয় মারমা জানান, আমাদের গ্রামের রাস্তা তরুগু মুখ ছড়ার উপর কালভার্ট কোথাও ইটের সলিন কোথাও পাঁকা রাস্তা প্রায় ৩ বছর আগে নির্মান করা হয়েছে । জেলা পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা এই রাস্তাটি পাঁকা নির্মানের জন্য অনেক লোকজন সরেজমিনে ঘুরে গেছে জানি, কিন্তু অদ্যবধি নতুন কোন রাস্তা নির্মানের কাজ শুরু হয়নি।
এদিকে ইসলামপুর বালুমুড়া হতে কেচি পাড়া হয়ে কমলছড়ি রাস্তা পাঁকা নির্মান বিষয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা জানান, আমার গ্রামের বাড়ী কমলছড়িতে, এই ধরনের রাস্তা নির্মান হয়ে থাকলে আমি অবশ্যই জানতাম। এ রাস্তা নির্মান বিষয়ে আমি কিছুই অবগত নই। ইসলামপুর বাজার এলাকায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াডের ইউপি সাবেক সদস্য মো. মোতালেব হোসেন জানান, এ পর্যন্ত রাঙামাটি জেলা পরিষদের উন্নয়নের কাজ চোখে পড়েনি।
রাস্তা উন্নয়নের কোন ধরনের কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ রযেছে।





বাঙ্গালহালীয়তে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা
রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী