সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ১৮ অক্টোবর সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আরিফুল ইসলাম ঐ গ্রামের হানিফ মাস্টার বাড়ি প্রকাশ সফি মোল্লা বাড়ির আবুল কাসেম এর বড় ছেলে। নিহত আরিফুল ইসলামের পিতা আবুল কাসেম জানান, দীর্ঘদিন যাবৎ তার বড় ছেলে আরিফ মাদকাসক্ত ছিলো। সবসময় নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো। তার যন্ত্রণায় পরিবারের সবাই অতিষ্ট হয়ে গেছে। রবিবার জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেছিলাম কিন্তু থানা পুলিশ আমাকে বুঝিয়ে বলে তাকে আরও বেশি করে যত্ন নিতে এবং বুঝাতে। তাই অভিযোগ দায়ের করা হয়নি। সোমবার সকালে সবার অগোচরে বাড়ি থেকে দূরে হিঙ্গুলী খালের পাশে বাগানে ৩৫ ফুট উপরে উঠে সেগুন গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত আরিফুল ইসলাম এর স্ত্রী আমেনা বেগম বলেন, তিন বছর আগে আমাদের বিয়ে হয় এবং ১৫ মাস বয়সী আশরাফুল ইসলাম জাহিদ নামে একটা পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী গাড়ি চালাতো তবে একদিন কাজ করে কয়েকদিন ঘরে থাকতো এবং নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো সেই সাথে আমাকেও মাঝে মাঝে মারধর করতো। তাই আমি রবিবার দুপুরে বাবার বাড়িতে চলে যাই। সোমবার সকালে তার আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসি। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ৩৫ ফুট উপরে সেগুন গাছের মগডালে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগলো অবস্থা থেকে আরিফুল ইসলাম এর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।





মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়