সোমবার ● ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে গুণীদের সংবর্ধনা দিয়েছে অনির্বাণ শিল্পীগোষ্ঠী
পানছড়িতে গুণীদের সংবর্ধনা দিয়েছে অনির্বাণ শিল্পীগোষ্ঠী
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা শিক্ষা, সামাজিক,সাংস্কৃতিক আইনশৃঙ্খলা রক্ষা সহ নানা ককর্মকাণ্ডে সমাজে নানা ভাবে ভূমিকা রাখা সাত জন গুণী ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে অনির্বাণ শিল্পীগোষ্ঠী ।
৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে নিজস্ব কার্যালয়ে এই গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।
এসময় অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় এই সাতজন গুণী ব্যক্তিদের জীবনাচরণ নিয়ে আলোচনা সভা শেষে তাদের নিকট সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তার মধ্যে সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরাকে,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবকে,উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমাকে,আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিমকে,শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উল্টাছড়ি উচ্চ প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে,সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাথ দেবকে ও সাবেক সভাপতি ইউসুফ আদনানসহ এই সাত ব্যক্তিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান,সমাজে প্রতিটি ভালো কাজকে এগিয়ে নিতে, ভালো ব্যক্তিদের উৎসাহিত করতে এই সম্মাননার আয়োজন প্রশংসার দাবী রাখে।এই সম্মাননা পেয়ে আমরা অত্যন্ত সম্মানিতবোধ করছি।এই সময় সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজক কমিটির নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা