রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ছিনতাইয়ের ১০ দিন পর নগদ পরিবেশকের ৪ লক্ষা টাকা উদ্ধার
ছিনতাইয়ের ১০ দিন পর নগদ পরিবেশকের ৪ লক্ষা টাকা উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ পরিবেশক গ্রীন বাংলা ট্রেডিংয়ের কর্মী থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরিফুল ইসলাম সুমন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফুল ইসলাম সুমন সাহেরখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গজারিয়া এলাকার হছু মুহুরী বাড়ীর মৃত মিজানুর রহমানের ছেলে। সুমন সীতাকুন্ডে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ পরিবেশক গ্রীন বাংলার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এসময় তার কাছ ছিনতাই হওয়া ৭ লক্ষ টাকার মধ্যে থেকে ৪ লক্ষ ১৮ হাজার টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ কানকিরহাট এলাকায় নগদ পরিবেশক গ্রীন বাংলা ট্রেডিংয়ের কর্মী আলতাফ হোসেন টাকা কালেকশান করে মোটরসাইকেল যোগে ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গত ১ ফেব্রুয়ারি ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ পরিবেশক গ্রীন বাংলা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. একরাম হোসেন বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা (নম্বর ০৩) দায়ের করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেরখালী থেকে আরিফুল ইসলাম সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাই হওয়া ৪ লক্ষ ১৮ হাজার টাকা, মোটর সাইকেল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন