মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » বিদায়ী সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
বিদায়ী সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে বিগত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে।
আবেদন নির্বাচন কমিশন ১৯ জুন ২০১৮ তারিখে প্রেরিত পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবেনা মর্মে অবহিত করে। পরবর্তীতে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উচ্চ আদালতে ১৩৮০৫/২০১৮ নং রিট মামলা দায়ের করেন।
উভয় পক্ষের শুনানী শেষে রিট মামলায় উচ্চ আদালত ১১ এপ্রিল ২০১৯ তারিখে মঞ্জুর করেন এবং উচ্চ আদালতের রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উচ্চ আদালতের রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনকে দাখিল করা হয় এবং বিজ্ঞ আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞ আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্তেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোন ফল না পাওয়ায় বিগত ১০ অক্টোবর ২০২১ তারিখে নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ প্রেরণ করেন।
নোটিশ প্রাপ্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চলিত মাসের ১০ ফেব্রুয়ারী ২০২২ তারিখে গণসংহতি আন্দোলনের পক্ষে জননেতা জোনায়েদ সাকি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালত অবমাননা মামলা দায়ের করেন। মামলা নং ৭৮/২০২২। সূত্র : সারাবাংলা।





তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন