মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » বিদায়ী সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
বিদায়ী সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে বিগত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে।
আবেদন নির্বাচন কমিশন ১৯ জুন ২০১৮ তারিখে প্রেরিত পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবেনা মর্মে অবহিত করে। পরবর্তীতে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উচ্চ আদালতে ১৩৮০৫/২০১৮ নং রিট মামলা দায়ের করেন।
উভয় পক্ষের শুনানী শেষে রিট মামলায় উচ্চ আদালত ১১ এপ্রিল ২০১৯ তারিখে মঞ্জুর করেন এবং উচ্চ আদালতের রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উচ্চ আদালতের রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনকে দাখিল করা হয় এবং বিজ্ঞ আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞ আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্তেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোন ফল না পাওয়ায় বিগত ১০ অক্টোবর ২০২১ তারিখে নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ প্রেরণ করেন।
নোটিশ প্রাপ্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চলিত মাসের ১০ ফেব্রুয়ারী ২০২২ তারিখে গণসংহতি আন্দোলনের পক্ষে জননেতা জোনায়েদ সাকি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালত অবমাননা মামলা দায়ের করেন। মামলা নং ৭৮/২০২২। সূত্র : সারাবাংলা।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না