শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
রাঙামাটিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
রাঙামাটি : শনিবার ২ এপ্রিল ”এমন বিশ্ব গড়ি,অটিজম বৈশিষ্টসমন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে নিয়ে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ,বাজাসকপ ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. ওমর ফারুখ,উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংসুইপ্রু চৌধুরী চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রর্বতক চাকমা সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আহবায়ক সমাজ সেবা অধিদপ্তর,ঝর্ণা খীসা সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, দিপ্তীময় তালুকদার সদস্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রুপনা চাকমা সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর ও বিম্বজিৎ চাকমা সহকারি পরিচালক সমাজসেবা অধিদপÍর ।
অটিজম বিষয়ে ধারণা দেওয়ার জন্য মুলত এই দিবসটি উদযাপন করা হয়,অটিজম শিশুদেরকে পারিবারিক বোঝা মনে না করে বিশেষভাবে আদর যত্ম করে গড়ে তুলতে হবে যাহাতে পরিবারে সমাজে স্বাভাবিক শিশুর মত মিলেমিশে গড়ে উঠতে পারে সেই বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে।অটিজম শিশুদের কোন ভাবে অবজ্ঞা,অবহেলা করা যাবেনা। পারিবারিক ,সামাজিকভাবে ও দেশের জন্য যাহাতে ভুমিকা রাখতে পারে সেই বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে সম্পদে পরিণত করতে হবে এ বিষয়ে বর্তমান সরকার তাদের প্রতি সুদৃষ্টি রেখেছে।অটিজম শিশুদের চিকিৎসা বিষয়ে বিশ^ব্যাপি গভেষনা চলমান আছে হয়তো একদিন উদ্ভাবিত হবে সেই দিনের প্রতিজ্ঞায় থেকে বিশেষ সুবিধা প্রদানসহ সবাইকে যত্মশীল হওয়ার আহবান জানান। প্রধান অতিথি মহোদয় আলোচনা সভায় এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার,ক্যান্সার রোগীদের এককালিন আর্থিক অনুদান ও প্রতিবন্ধি শিশুদের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন