রবিবার ● ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চন্দ্রঘোনায় মাদকসহ আটক-১
চন্দ্রঘোনায় মাদকসহ আটক-১
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে গত শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায়। চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কয়লার ডিপু সিঁড়িঘাট এলাকা থেকে ওই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরোদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে রবিবার সকালে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আশরাফ উদ্দিন, এএসআই আরিফুর রহমান, এএসআই মোঃ মামুনুর রসিদ, এএসআই জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ওইদিন সন্ধ্যায় কয়লার ডিপু সিঁড়িঘাট থেকে মাদক পাচারের প্রস্তুতিকালে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ লিটার চোলাই মদসহ নুরুল ইসলাম (৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-ছাদেকেরঘোনা, জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তপুর, উপজেলা-রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করা হয়। তার বিরোদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে রবিবার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।





মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে
কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন