বুধবার ● ৪ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশ থেকে গ্যাস লাইনের পাইপ চুরি
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশ থেকে গ্যাস লাইনের পাইপ চুরি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে চুরি ও মাদক পাচারের অপরাধে ১০ আসামীকে আদালতে প্রেরণ করেছে রাউজান থানা পুলিশ। গত ২ মে সোমবার দুপুরে জেলা পুলিশের একটি পুলিশ ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়।
রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণ জানিয়েছেন, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশ থেকে প্রকাশ্য দিবালোকে গ্যাস লাইনের পাইপ চুরি অভিযোগে ছয় জন ও মাদক পাচার কালে মাদক সহ চার জনকে থানায় মামলা রুজু শেষে আদালতে পাঠানো হয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চুরির ঘটনায় গ্যাস লাইন নির্মান কাজের ঠিকাদার জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর বাদী হয়ে আটক জয়নাল আবেদীন, রিফাত, শাব্বির, নাঈম উদ্দিন, এনামুল হক, মামুনুর রশিদ সহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্যাস লাইন পাইপ চুরির কাজে ব্যবহৃত লরি, ক্রেন সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অপরদিকে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকা থেকে সিএনজি অটোরিক্সা তল্লাসী করে ২শত ১০ লিটার পাহাড়ী চেলাই মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আবুল মনসুর, আজগর আলীকে আটক করে। একই রাতে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে দিয়ে সিএনজি অটোরিক্সা আটক করে পুলিশ। এসময় অটোরিক্সা থেকে ৮০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করে।
এসময় অটোরিক্সা থেকে ইউছুপ, আশিফুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। সিএনজি অটোরিক্সাটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় পৃথক পৃথক ভাবে চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত