শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’
জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’
বিনোদন প্রতিবদেক :: জনপ্রিয় হয়ে উঠেছে তরুন চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’। গ্রামবাংলার পটভূমিতে একটি সামাজিক গল্প নিয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি আত্মপ্রকাশ পেয়েছে ইউটিউব মিডিয়া ‘‘চ্যানেল জিরো’’তে। এটি চিত্রায়িত হয়েছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদী,আইসতলা,কলাবাগ,কল্যান্দী ও শান্তিনগরসহ বেশ কয়েকটি লোকেশনে। নামের সঙ্গে কিছুটা মিল থাকায় অনেকেরই মতামতে উঠেছে হুমায়ূন আহমেদের বাকের ভাই নাটক এর আদলে করা হয়েছে। কিন্তু এ প্রশ্নের সঙ্গে দ্বি-মত পোষণ করেছেন নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু। তিনি জানান,হূমায়ূন আহমেদ স্যার খুবই বড় মাপের একজন লেখক ছিলেন তার নাটকের সঙ্গে আমার নাটকের তুলনা চলেনা। আমার নাটকটি নিয়ে যারা হুমায়ূন স্যারের বাকের ভাই নাটক এর সঙ্গে তুলনা করেছেন তারা নাটক না দেখেই সমালোচনা করেছেন আমি তাদেরকে বলবো আপনারা নাটকটি দেখে তারপর মন্তব্য করুন। তার গল্পের সঙ্গে আমার গল্পের কোন মিল নেই। হয়তোবা নাটকের নামটির মধ্যে শুধুমাত্র ভাই শব্দটিই মিলেছে। পরিশেষে তিনি বলেন,দর্শক নাটক দেখে মন্তব্য করবে এটাই স্বাভাবিক। তাতে আমি বিচলিত নই। তবুও আমি বলবো ভাল হোক আর মন্দ হোক আপনারা মন্তব্য করবেন। নাটকটিতে মূল চরিত্র অর্থাৎ জাকের ভাই চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার নিজেই। এছাড়া নেগেটিভ ক্যারেক্টার তরফদার চরিত্রে বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা পলাশ,চেয়ারম্যান চরিত্রে মোহাম্মদ হোসেন,নয়সের চরিত্রে মালেক,মাষ্টার চরিত্রে সারোয়ার খান,মেম্বার চরিত্রে সামসুল,চাচা চরিত্রে মিতু মোর্শেদ,রোকেয়া ভাবী চরিত্রে নীল আচল,হাসি চরিত্রে স্মৃতি প্রমুখ।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন