রবিবার ● ৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » দমন - পীড়ন ও প্রতিশোধাত্বক রাজনীতি দিয়ে সংকট উত্তরণ করা যাবে না
দমন - পীড়ন ও প্রতিশোধাত্বক রাজনীতি দিয়ে সংকট উত্তরণ করা যাবে না
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার ও সরকারি দল রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে দেশ অভূতপূর্ব বিপর্যয়ে নিপতিত হবে। দমন, নিপীড়ন,হত্যা, সন্ত্রাস ও প্রতিশোধাত্বক রাজনীতির মধ্যে নির্বাচনকেন্দ্রীক বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান নেই।গত দুটি ব্যর্থ ও অকার্যকর তামাশার মত দেশে আর একটি তামাশার নির্বাচনের কোন অবকাশ নেই। সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিতে না পারলে গণসংগ্রামের পথে সরকারকে বিদায় দেয়া ছাড়া জনগণের আর কোন পথ থাকবে না।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আর কোন অপতৎপরতা ও অপকৌশল জনগণ বরদাস্ত করবেনা।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, এপোলো জামালী, মাহমুদ হোসেন,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মোঃ শিমুল, ডাঃ মনোয়ার হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সভায় আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর ২০২২ পার্টির দশম কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবসহ কংগ্রেসের রাজনৈতিক দলিলসমূ সংশোধনী -
সংযোজনীসমূহ চূড়ান্ত করা করা হয়।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়