বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা
রাঙামাটিতে জেলা বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: গণতন্ত্র মঞ্চ এর কেন্দ্রীয় ভাবে ঘোষিত ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে রাঙামাটি পার্বত্য জেলায় যুগপৎ আন্দোলন জোরদার করা এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ ১৮ জানুয়ারি-২০২৩ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাঙামাটি জেলা শাখার সভাপতি অলকপ্রিয় চৌধুরী রিন্টু এছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হাশেম, সাধারন সম্পাদক জুঁই চাকমা, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট গফুর বাদশা, জগৎমিত্র চাকমা, রাঙামাটি শহর কমিটির আহবায়ক আব্দুল মান্নান রানা ও সদস্য পলাশ রায় চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু বলেন, মানুষ এখন এ সরকারের পরিবর্তন চায়, রাজনীতিক পার্টি সমুহের সভা-সমাবেশ করা সাংবিধানিক অধিকার কিন্তু আওয়ামীলীগ কর্তৃত্ববাদী সরকার গণমানুষের অধিকার আদায়ের জন্য সভা-সমাবেশ করার জন্য প্রতি পদে পদে বাঁধা সৃষ্টি করে রেখেছে। তাদের এ বাঁধা আর বেশী দিন টিকবেনা। তিনি যুগপৎ আন্দোলন জোরদার করার প্রতি ঐক্যমত পোষন করেন।
এছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন বলেন, এ ফ্যাসিবাদী সরকার গণমানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে, গণমানুষের ভোটের এবং ভাতের অধিকার ফিরে পেতে গণতন্ত্র মঞ্চ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা রাজপথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে