সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিদুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
বিশ্বনাথে বিদুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিদ্যুতের মূল লাইন থেকে অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চম্পু দেব সোহাম (২৩) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামে ঘটনাটি ঘটে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি চম্পু ওই গ্রামেরই কালাচাঁন দেবের কনিষ্ট ছেলে।
চম্পু দেবের বড়ভাই পঙ্কজ দেব ও স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাতের বেলা গ্রামের যুবকেরা একটি বৈদ্যুতিক খুঁটি লাগোয়া জমিতে ছোট পরিসরে ফুটবলের আয়োজন করেন।
সেই খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চম্পু। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিশ্বনাথে গ্যারেজ থেকে সিএনজি চুরি
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে এক সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোররা গ্যারেজের তালা ভেঙে অটোরিকশা নিয়ে চম্পট দেয়। শুক্রবার ভোররাতে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
গাড়ির মালিক বল্লভপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আলম (৩৫) জানান, শুক্রবার রাত ৯টায় বাড়ির গ্যারেজে প্রতিদিনের মতো গাড়ি রাখি। পরদিন সকালে গ্যারেজের দরজা খোলা দেখে কাছে গিয়ে দেখি তালা ভাঙা। ভেতরে গাড়ি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবগত করি।
পরে শুক্রবার বিকেলে অজ্ঞাতদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেই।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক