সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মো. শাহীন মিয়া (২২)। গতকাল ২৯ জানুয়ারি রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।
সুত্রে জানা যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মো. শাহীন মিয়া (২২) কে ১ এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাড়ির একটি টিম।





আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে