রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ আহত অর্ধশত
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ আহত অর্ধশত

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.২০মিঃ)ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) সামনে বলিদাপাড়া নামক স্থানে শনিবার বিকালে রুপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে বাসের চালক হানেফ আলী (৪০) ও সুপারভাইজার হাসেম আলী (৪৫) নিহত হয়েছেন ৷ দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন ৷ আহতদের উদ্ধার করে ১৯ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকীরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন ৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টা ধরে উদ্ধার কাজ পরিচালনা করেন ৷ নিহতর সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, বিকাল ৪টার দিকে কালীগঞ্জ যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যশোরগামী বাসটি ( ঢাকা মেট্রো-ব-১১-০২৯৩) সুগারমিলের মেইন গেটে ধাক্কা দিয়ে প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে উল্টে যায় ৷ দুর্ঘটার পর পর আটকে পড়া যাত্রীদের চিত্কারে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে ৷ মোচিকের শ্রমিক কর্মচারী ছাড়াও পার্শবর্তী পাড়া মহল্লার মানুষ, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ৷ এর মধ্যে বাসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান ৷ আহত হন প্রায় অর্ধশত বাসযাত্রী ৷ আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ৷ উদ্ধার কর্মীরা জানান, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে ৷ অনেক যাত্রীর হাত পা ভেঙ্গে পংগু হয়ে গেছে ৷ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজামী আনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার কাজ তদারকী করেন ৷





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ