মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে ‘নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন
বরিশালে ‘নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন

বরিশাল প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) যুক্তরাজ্য প্রবাসী তরুন লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের গ্রন্থ ‘নির্বাচিত কলাম’ প্রথম খন্ডের মোড়ক উম্মোচন করা হয়েছে ৷ ৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বইটির মোড়ক উম্মোচন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এবং বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু৷ সভাপতিত্ব করেন বরিশালে বইটির প্রকাশনা পরিষদের আহবায়ক বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন৷ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল ও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের পিতা আলহাজ্ব কেএম আবদুল করিম ৷
প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, বিদেশে বসে বাংলাদেশ নিয়ে চিন্তা করে গনমাধ্যমের স্বাধিনতা সহ লেখক আরো যেসব জনগুরুত্বপূর্ন বিষয় লিখেছেন তা নি:সন্দেহে প্রসংশার দাবীদার৷ বইটিতে লেখক অনেক বিষয় সমন্বয় করেছেন৷ তিনি বলেন বইটিতে জাতীয়তাবাদী চেতনা , ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে৷ আমন্ত্রিত অতিথির বক্তব্যে বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দির বাবুল বইটির শুভ কামনা করেন ৷
বিশেষ অতিথি সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, বইটিতে একাধারে দেশপ্রেম, জাথীয়তাবাদী চেতনা ও ধর্মীয় মূল্যবোধের বিয়য় আলোকপাত করা হয়েছে ৷ লেখককে এই অভিযাত্রা অব্যহত রেখে নির্বাচিত কলাম ২য় খন্ডের প্রকাশের আহবান জানান তিনি৷ মোড়ক উম্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেন, জ্ঞান পিপাসু পাঠকের চাহিদার প্রতি লক্ষ রেখে লেখক যে উদ্যোগ নিয়েছেন তাতে দেশের পাঠক সমাজ উপকৃত হবে৷ অনুষ্ঠানের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন বলেন, লেখকের বইটিতে জলবায়ু, সাংবাদিকদের স্বাধিনতা, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ও জিয়ার ১৯ দফা সম্পর্কে আলোচনা করা হয়েছে৷ যা পাঠক সমাজের জানা দরকার ৷
উল্লেখ্য রেজাউল করিমের এই বইটিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ১৯টি গুরুত্বপূর্ন কলাম রয়েছে ৷





পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার