সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় » ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে এখানকার সরকার ও শাসকগোষ্ঠী বিজয়ী জাতিকে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে
ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে এখানকার সরকার ও শাসকগোষ্ঠী বিজয়ী জাতিকে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, অরবিন্দু বেপারি বিন্দু, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলমসহ পার্টির নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর স্মৃতিসৌধে উপস্থিত পার্টির নেতা- কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৫২ বছর পরও মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত রোমহষর্ক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে ন পারা আমাদের বিরাট জাতীয় ব্যর্থতা। আর স্বাধীনতার পাঁচ দশক পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাংগ তালিকা প্রকাশ করতে না পারা ক্ষমাহীন অপরাধের সামিল। টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও কেবল সংকীর্ণ দলীয় দৃষ্টিভংগীর কারণেই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের পূর্ণাংগ তালিকা প্রনয়ণ করতে পারেনি।এটা আওয়ামী লীগ ও বর্তমান সরকারের জন্য অবমাননাকর।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার সুফল দেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছানো যায়নি। মুষ্টিমেয় শ্রেণী স্বাধীনতার সুফল আত্মসাৎ করেছে। এখনও মানুষের মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করা যায়নি। ভোটের অধিকার অস্বীকৃত,গণতান্ত্রিক অধিকার সংকুচিত; ২৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে।ধনী গরীবের সীমাহীন বৈষম্য পাকিস্তানি জমানার মত একদেশ দুই সমাজ, দুই অর্থনীতি কায়েম করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতিকে আজ পরাজয়ের দিকে ঠেলে দেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে রাষ্ট্র জনগণের ভরসা ও আশ্রয়স্থল না হয়ে নিপীড়কের ভূমিকায় আবির্ভুত হয়েছে। শাসক দলের নেতত্বে রাষ্ট্রীয়সন্ত্রাস গণ আতংকে পরিনত হয়েছে।
তিনি বলেন, শাসক দল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অংগিকার - সাম্য, মানবিক মর্যাদাও সামাজিক ন্যায়বিচারকে ছেড়া কাগজে পরিনত করেছে। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে মুক্তিযুদ্ধের মত আর একটি জাগরন,নতুন আর একটি মুক্তিযুদ্ধ জরুরী হয়ে উঠেছে।
এবারকার স্বাধীনতা দিবসে তিনি এই লক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা