শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মোহাম্মদীয়া আল-আকসা জামে মসজিদটি নানা সমস্যায় জর্জরিত
মোহাম্মদীয়া আল-আকসা জামে মসজিদটি নানা সমস্যায় জর্জরিত
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি মাটিরাঙা পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত পলাশপুর মোহাম্মদীয়া আল-আকসা জামে মসজিদটি নানা সমস্যায় জর্জরিত ।
যোগাযোগের দিক থেকে পলাশপুরস্থ মাটিরাঙ্গা থেকে তবলছড়ি যাতাযাতের প্রধান সড়কের পার্শ্বে মসজিদটির অবস্থান হলেও এ মসজিদটি এখনো মুসল্লীদের সব ধরনের সেবা দিতে পারছে না । এ মসজিদে মুসল্লীদের জন্য ওজুখানা ও এজতেন্জার ব্যবস্থা নেই ।
জামে মসজিদ হওয়া সত্বেও মসজিদটির নিজস্ব বিদ্যুৎ সংযোগ নেই । পার্শ্ববর্তী বাড়ী থেকে সাইড লাইনে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কোনমতে চলছে আযান ও আলো জালানোর কাজ । এক ব্যক্তির দানকৃত ৫০ শতক ভুসির উপর টিনের ছাউনি ও বেড়ার কাঠামোতে নির্মাণ করা মসজিদের আধাপাকা ঘরটিতে চলছে মসজিদের দৈনন্দিন কার্যক্রম।আর্থিকভাবে দুর্বল হওয়ার কারনে সৌচাগার নির্মাণ করতে না পারায় মুসল্লীদের নানা সময় এজতেন্জা জনিত সমস্যার সম্মুখীন হতে হয় । বাধ্যহয়ে মসজিদের নিকস্ত কোন বাসাাবাড়ীতে মুসল্লীদের যেতে হয় এসতেন্জার কাজ সম্পাদন করতে ।
এমতাবস্থায় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সমাজের বিত্তবান ও ধর্মভীরু ব্যক্তিবর্গের নিকট মসজিদটির জন্য সামর্থানুয়ি সহযোগিতা চেয়েছেন ।
এ ছাড়াও মসজিদের মোয়াজ্জিন মোঃ খলীলুর রহমান মুসল্লী ওমর ফারুক ও আল আমিন বলেন, আমরা বাড়ি থেকে অজু এজতেন্জার কাজ সেরে মসজিদে নামায আদায় করি । মসজিদের নিজস্ব কারেন্ট ও এজতেন্জার ব্যবস্থা নাই । তারা সমাজের বিত্তবানদের মসজিদটির উন্নয়নে সহযোগিতা চেয়েছেন ।
মসজিদের বর্তমান ইমাম মোঃ মিজানুর রহমান হাবীব বলেন, আমার বাবা মসজিদ নির্মান করার জন্য জমি দান করে গেছেন মৃত্যুর আগে । বাবার অচিয়ত মত আমরা মসজিদটি নির্মান করেছি সার্মথ্যানুযায়ী। আমি বর্তমানে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। কোন প্রকার বেতন-ভাতা গ্রহন করি না।
মাটিরাঙা পৌরসভার ৪নং ওয়ার্ড পলাশপুর মোহাম্মদীয়া আল-আকসা জামে মসজিদ এর সভাপতি মোঃ মুসা মিয়া বলেন, আমাদের মসজিদ পরিচালনা করছি স্থানীয়দের সহযোগিতায় । তবে মুসল্লীদের জন্য অর্থাভাবে ওয়াসরুম ও অযুখানার ব্যবস্থা করতে পারিনী এ পর্যন্ত আমরা ।
এ বিষয়ে মসজিদ পরিচলনা কমিটির সাধারন সম্পাদক ও মসজিদের মুসল্লী মোঃ খালেদ দোজাহান বলেন, মসজিদ দীনি প্রতিষ্ঠান, এখানে আমরা নিজেরা উদ্যোগ নিলেও সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন আছে মন্তব্য করেন । তিনি সরকারি সংস্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রত্যাশা করেন ।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী