মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
রাঙামাটি জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
রাঙামাটি :: স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারবর্গের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে জেলা বিচার বিভাগ কর্তৃক দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।
এই উপলক্ষ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম এর নেতৃত্বে জেলার সকল পর্যায়ের বিচারকরা সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু করেন।
পরে সকাল এগারটায় জেলা ও দায়রা জজের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সভা কক্ষে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ) এ ই এম ঈসমাইল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহীদুল হক,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীন, যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা রশীদ, জেলা বারের সভাপতি ও পিপি মো. রফিকুল ইসলাম ও সম্পাদক আব্দুল গাফফার মুন্না প্রমূখ বক্তব্য রাখেন। এতে রাঙামাটির সকল পর্যায়ের বিজ্ঞ বিচারক ও আদালতের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বঙ্গবন্ধুর আর্দশ কে নিজেদের জীবনের দিক নির্দেশনা হিসাবে নিয়ে সবাইকে জনগণের সেবা করার আহবান জানান।
এছাড়া, জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে জেলা বিচার বিভাগ এর উদ্যোগে জজ কোর্ট সংলগ্ন মসজিদে খতমে কোরান এবং স্থানীয় এতিমখানায় এতিমদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।





কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল