বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
![]()
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে “বিশ্ব শিক্ষক দিবস-২০২৩” পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল ১১টায় এ দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। প্রমুখ। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজ, ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়, রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, রানীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রানীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতন, বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসটি পালিত হয়।
ঘোড়াঘাটে শিক্ষণীয় বিষয় ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তাহীনতা এবং জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বে সমাধান” প্রকল্প সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে শিক্ষণীয় বিষয় ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে একশন এইড বাংলাদেশ, এলাআরপি ৪৫ ঘোড়াঘাট এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট অফিসের প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট অফিসের ম্যানেজার সিনিয়র এগ্রিকালচার অফিসার আব্দুল কাইয়ুম ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসদুজ্জামান ভুট্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রারণ কর্মকর্তা রুহুল আমিন ও মোছা. উম্মে ছালমা, দ্বীপ শিখার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, ডাব্লিউসিডিবি এর নির্বাহী পরিচালক সন্ধ্যা মালো প্রমুখ।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ