বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে এক নারীর লাশ উদ্ধার
ঘোড়াঘাটে এক নারীর লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতের আইল থেকে ফেরদৌসী বেগম (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঘোড়াঘাট থানা পুলিশ খবর পেয়ে এ লাশ উদ্ধার করে। তিনি উপজেলার ২নং পালশা ইউপির কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০ টার দিকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে ওই নারী বাড়ি থেকে বের হয়। বিকেলে আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক মাঠের খাড়িতে মাছ ধরতে গিয়ে ধানের আইল সংলগ্ন স্যাঁতস্যাঁতে কাঁদাযুক্ত এক জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় খবর দিলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি, জেলার পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানায়, খবর পেয়ে লাশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী, শ্বাশুড়ি, জা ও ভাসুর কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ হবে।





পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি