রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » চলনবিলে ইরি-বোরো আবাদে সেচ সংকট
চলনবিলে ইরি-বোরো আবাদে সেচ সংকট

গুরুদাসপুর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুরে পানি প্রবাহের নালাগুলো সংস্কার না করায় চলনবিলে ইরি-বোরো আবাদে সেচসংকট দেখা দিয়েছে৷ আত্রাই নদীতে রাবার ড্যাম স্থাপন করা হলেও মাস খানেক আগে রাবার ড্যামটি মেরামত শুরু হওয়ায় সমস্যা প্রকট হয়ে উঠছে৷
সমপ্রতি রাবার ড্যাম প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, রাবার ড্যামের সামনে চলনবিলের হরদমায় পানি প্রবাহের প্রধান নালাটির মুখে পলি জমে ভরাট হয়ে গেছে৷ শ্রীপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, রাবার ড্যাম স্থাপন করা হলেও চলনবিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নালাগুলো সংস্কার করা হয়নি৷ ফলে রাবার ড্যামের পানি রিজার্ভ থাকছে না৷
রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত নালাগুলো সংস্কার ও রাবার ড্যামের পানি ধরে রাখার জন্য পিপলা ও কুন্দইল পয়েন্টে দুটি ছোট রাবার ড্যামের দাবি উপেক্ষিত হচ্ছে৷ সমপ্রতি রাবার ড্যামটি সংস্কার শুরম্ন হওয়ায় কৃষকের ভোগান্তিও বেড়েছে৷
স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস বলেন- চলনবিলের কৃষি, কৃষক ও জীববৈচিত্রের কথা চিন্তা করেই আত্রাই নদে রাবার ড্যাম স্থাপন করা হয়েছিল৷ কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে পিপলা ও কুদইলে ছোট সাইজের রাবার ড্যাম ও নালাগুলো সংস্কারে প্রকল্প প্রণয়নের প্রক্রিয়া চলছে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান