বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় আনন্দ র্যালি
গাজীপুরে বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় আনন্দ র্যালি

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় বর্ণাঢ্য র্যালি ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উত্সব করেছে কলেজের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা৷
১২ এপিল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা আনন্দ র্যালিতে অংশ নেয়৷ আনন্দ র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে শেষ হয়৷ এসময় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আনন্দ উলল্লাসে মেতে উঠে৷ শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়৷ এসময় বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরম্নন মিনু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল পারভেজ ও সাধারণ সম্পাদক রাকিব মোলস্না৷ এসময় বক্তারা কলেজ সরকারীকরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে অভিনন্দন জানান৷
সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের সাথে দেশের অপরাপর আরও ৭ কলেজকে সরকারীকরণের পৃথক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়৷ এই সাত কলেজের সব শিক্ষক-কর্মচারী এখন থেকে সরকারি কর্মচারী হিসাবে জাতীয় বেতন কাঠামোর আওতায় আসবেন৷ ২৭ মার্চ থেকে গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের জাতীয়করণের আদেশ কার্যকর করা হবে৷





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন