শুক্রবার ● ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ
ঝিনাইদহে উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ

ঝিনাইদহ প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহে চলছে বর্ষবরণ উত্সব ৷ এ উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ৷
সকাল সাড়ে ৭টায় শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়৷ রং-বেরঙেরর ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে ঢাকঢোল পিটিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা ‘৭১ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয় ৷ র্যালিতে জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বসত্মরের মানুষ অংশগ্রহণ করেন ৷

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আকরামূল হক প্রমুখ উপস্থিত ছিলেন৷ পরে পুরাতন ডিসি অফিস চত্বরে ২০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয় ৷

সংসদ সদস্য মো. আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ৷ এছাড়া দিনব্যাপী লাঠি খেলা, ঝাপান খেলা, হা-ডু-ডু খেলা, ঘুড়ি ওড়ানো প্রতিযোগতার আয়োজন করা হয় ৷





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি