শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
চট্টগ্রাম প্রতিনিধি :: অধিকারের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবছরের ন্যায় এ বছরও আজ শুক্রবার ৩ মে-২০২৪ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধিকারের পোকাল পার্সন ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর’স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক রোকন উদ্দিন, স ম জিয়াউর রহমান, ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র মহাসচিব ডিজাইনার কে.জি.এম সবুজ, মানবাধিকার কর্মী নেজাম উদ্দিন ও মীর বরকত হোসেন, গণমাধ্যমকর্মী সুমন বড়ুয়া,গাজী গোফরান, নজিব চৌধুরী, আবুল কাশেম, নূর মোহাম্মদ,কবি অবিলাস মাহমুদ ও মোঃ জহির।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকে অন্যান্য বিষয় সাথে সাথে বাংলাদেশের সাংবাদিকতা এবং বাংলাদেশের লেখক তারা দাসত্বে শিকলে বন্দী। তারা কেউ দলীয় দাসত্বে কেউ অবৈধ সম্পদ অর্জনে ব্যস্ত। বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে। এই মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের স্বাধীনতাকে মুক্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের সকল সাংবাদিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সভাপতিতের বক্তব্যে ওসমান জাহাঙ্গীর বলেন, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে সব অধিকার লঙ্ঘিত হয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্তে গণমাধ্যমকর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।





চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত